সংকল্প দে, কোচবিহার, ১৬ মার্চঃ পাত্র-পাত্রী দেখাদেখির পর্ব চুকে গিয়েছিল আগেই। দু’ পক্ষই রাজি ছিল বিয়েতে। কথাবার্তা পাকা, পাকা দেখা হয়ে গেছে, বিয়ের দিনও ঠিক। কেনাকাটাও শেষ। এমনকি পাত্রীপক্ষ বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছে। নিমন্ত্রণ পর্বও সারা। ১৫ই মাওর্চ ছিল বিয়ের দিন। কিন্তু তার আগে হঠাৎ করেই পাত্রপক্ষ দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ। আর অসহায় ওই যুবতী বিয়ের দাবিতে পাত্রর বাড়ির সামনে ধরনায় বসে পড়েছেন। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বকশিরহাট গান্ধীপাড়া এলাকায়।

জানা গেছে ওই গান্ধীপাড়ার বাসিন্দা সঞ্জীব সাহার সঙ্গে সুপ্রিয়া সাহা নামের ওই যুবতীর বিয়ে ঠিক হয়েছিল। কথাবার্তাও সব হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎই বেঁকে বসে পাত্রপক্ষ। এই বিয়ে হওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয় পাত্রীপক্ষকে। পাত্রী এবং তার পরিবারের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলেও বক্তব্য ওই যুবতীর। এর পরই পাত্রীর বাড়িতে রীতিমতো শোকার্ত পরিবেশ। পাত্রীর বাবা-মা কান্নাকাটি করছেন। তবে পাত্রী সুপ্রিয়া সাহা শক্ত মনের মেয়ে। তিনি বাড়ির কাউকে না জানিয়ে সটান হাজির পাত্রের বাড়ির সামনে। বিয়ের কার্ড হাতে নিয়ে ধরনায় বসেছেন।

সকাল সকাল এই দৃশ্য দেখে সেখানে জড়ো হন কৌতুহলী গ্রামবাসীরা। পাত্র সঞ্জীব সাহার প্রতিবেশীরাও ছিলেন তাদের মধ্যে। সকলেই সহানুভূতি দেখিয়েছেন অসহায় এই যুবতীর প্রতি, আর পাত্রপক্ষ? পাত্রী ধরনায় বসার সঙ্গে সঙ্গেই পাত্রসহ গোটা পরিবার কাউকে কিছু না জানিয়ে বাড়িতে তালা দিয়ে নিপাত্তা। তারা কোথায় গেছেন তা জানেন না আশপাশের কেউই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর