রাতে

ব্যুরো নিউজ, ২৬ জানুয়ারি: বিয়ের রাতেই নজির গড়লেন নব দম্পতি

বিয়ের রাতেই নব দম্পতি সৌম্য ও গার্গী চক্রবর্ত্তী চুঁচুড়া আলোয় ফেরা সঙ্ঘে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়াতে। বৈবাহিক জীবনে নতুন পথ চলার শুরুতেই নজির সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছিলেন দম্পতি। সেইমতো সৌম্য ও গার্গী যোগাযোগ করেন চুঁচুড়া আলোয় ফেরা সংঘর সঙ্গে। সেখানেই তারা নতুন জীবন শুরুর প্রথম দিনেই দুজনে অঙ্গীকারবদ্ধ হন তাঁদের মরণোত্তর চক্ষুদানে। বিয়ে বাড়ির একদিকে চলছে রিসেপশন, লোকের কোলাহল, ও ভিড়। এরই মধ্যে আলোয় ফেরা সম্পাদকের সামনে মরণোত্তর চক্ষু দানের ফর্ম ফিলাপ করেন নব দম্পতি।

শেখ শাহজাহান সম্পর্কে বিতর্কিত মন্তব্য মন্ত্রী অখিল গিরির

সৌম্য ও গার্গী দুজনেই জানিয়েছেন, অন্ধত্ব একটা বড় সমস্যা। সমাজে দৃষ্টিহীন অনেকেই রয়েছেন। অনেকের চোখে সমস্যা রয়েছে। মূলত দৃষ্টিহীনদের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। চুঁচুড়া আলোয় ফেরার সম্পাদক উদয় কুমার পাল বলেন, নবদম্পতির সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন তিনি। বলেছেন, খুবই সাহসী পদক্ষেপ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর