ইভিএম নিউজ ব্যুরোঃ ফের বিয়ের সানাই বেজে উঠবে বলি পাড়ায়। কেএল রাহুল-আথিয়া শেট্টির বিয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে বলি তারকা সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবানীর বিয়ের গুঞ্জন। জানা গিয়েছে,আগামী ৬ ফেব্রুয়ারী চার হাত এক করতে চলেছেন দুই বলি-তারকা।তবে বিয়ে নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। সূত্রের খবর, ইতিমধ্যেই মনীশ মলহোত্রার বাড়িতে কিয়ারার লেহেঙ্গা ট্রায়াল হয়েছে।রাজস্থানের জয়সলমীরে হবে বিয়ের অনুষ্ঠান। শেরসাহ ছবিতে অভিনয় করার সময় তাদের মধ্যে সম্পর্ক হয়েছিল।গত এপ্রিলে তাঁদের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক করতে চলেছন বি-টাউনের এই হট কাপল।
ইতিমধ্যেই ঘরের ছেলে ঘরে ফিরেছে। অর্থাৎ সিদ্ধার্থ মলহোত্রা ফিরেছেন দিল্লি। জানা গিয়েছে,বিয়েতে আমন্ত্রিত হচ্ছেন শুধুমাত্র তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন। তবে তার পরে হবে জমকালো অনুষ্ঠান। রিশেপসন হবে এলহিভাবে।আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি হবে প্রি- ওয়েডিং অনুষ্ঠান। সূত্রের খবর,ইতিমধ্যেই জয়সলমিরের পাঁচতারা হোটেল বুক করা হয়েছে অতিথিদের থাকার বন্দোবস্ত করার জন্য। তবে গোটা ব্যাপার নিয়ে স্পিকটি নট সিড-কিয়ারা সহ দুই পরিবারের সকলেই।