
হালকা মেকআপেও জমকালো সিড-কিয়ারার বৌভাতের আসর
ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ফ্রেব্রুয়ারিঃ বিয়ের রাতে ছিল চোখ ধাঁধানো আর নজরকাড়া সাজ। সেই রোশনাই-রাত হুলুস্থুল ফেলে দিয়েছিল নেট-পাড়ায়। কিন্তু তুলনায় হালকা আর স্নিগ্ধ সাজেও যে ফুলশয্যার সন্ধ্যায় অন্য রোশনাই ছড়ানো যায়, সেটাই প্রমাণ করলেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণী। গত ৭ ফেব্রুয়ারি বিয়ে হলেও, ব্যস্ত শিডিউলের জন্য রিসেপশনের দিন একটু পিছিয়ে দিয়েছিলেন দুই তারকা দম্পতি। অবশেষে সেই রিসেপশন