ইভিএম নিউজ ব্যুরো, ২০ মার্চঃ এখনো অনেকের মধ্যে ট্রেনে টিকিট না কেটে উঠে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। কেউ কেউ মনে করেন TT-র চোখ এড়িয়ে অনায়াসে ভিড়ের মধ্যে দিয়ে স্টেশন থেকে বেরিয়ে  পড়তে পারলেই কেল্লাফতে।আবার কেউ কেউ তাড়াহুড়ো করে টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েন। কিন্তু জানেন কি একবার TT-র খপ্পরে পড়লে কি হতে পারে।

স্টেশনে  কালো কোট পড়ে দাঁড়িয়ে থাকা টিকিট চেকার লক্ষ্য করেন আপনি সঠিকভাবে টিকিট কেটে সঠিক গন্তব্যে যাচ্ছেন কিনা, আর যারা টিকিট না কেটে উঠেছেন অথবা গন্তব্যস্থল অনুযায়ী টিকিট কাটেননি তাদের জরিমানা করেন এই টিকিট চেকাররা।ধরা পড়লে জরিমানার বহর কিন্তু খুব একটা কম নয়। ছ’মাস জেল হতে পারে, অথবা এক হাজার টাকা জরিমানা হতে পারে অথবা দুটোই একসঙ্গে হতে পারে। এ সব কিছু জেনেও অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠে পড়েন।

জানলে অবাক হবেন টিকিট সংক্রান্ত কেসে জরিমানা আদায় হয়েছে কয়েক কোটি টাকা। ভারতীয় রেল একটি প্রেস বিজ্ঞপ্তিতে যে তথ্য দিয়েছে তা রীতিমত চোখ কপালে ওঠার মতো। ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর এস নন্দকুমার যথাযথ টিকিট ছাড়া এবং বুক করা লাগেজ ছাড়া ভ্রমণের ২৭৭৮ টি কেসে জরিমানা আরোপ করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।আর সিনিয়র টিকিট পরীক্ষক শক্তি ভেল জরিমানা হিসেবে ১ কোটি ১০ লক্ষ টাকা আদায় করেছেন।

প্রধান টিকিট পরিদর্শক রোজলিন আরকিয়া মেরি বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা আদায় করেছেন। এর সবটাই হয়েছে গত আর্থিক বর্ষে। যা ভারতীয় রেলের ক্ষেত্রে রেকর্ড।  রেলওয়ে আইনের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, টিকিট ছাড়া বা গন্তব্য অনুযায়ী সঠিক টিকিট না কেটে ভ্রমণ করা বেআইনি। এর সঙ্গে লাগেজ গ্রহণ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম রয়েছে।জরিমানা হতে পারে উভয় ক্ষেত্রেই।

একইভাবে রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুযায়ী টিকিট কেটেছেন কিন্তু ভুল পথে ভ্রমণ করছেন, তাহলেও জরিমানা হতে পারে। উভয় ক্ষেত্রে এক হাজার টাকা বা ছ’মাস জেল অথবা দুটোই হতে পারে। এছাড়াও রেলওয়ে আইনের বিভিন্ন ধারাতে আছে অপ্রয়োজনে অ্যালার্ম টানা এবং অন্যান্য বেআইনি কাজ করার জন্য নির্দিষ্ট শাস্তি এবং জরিমানা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর