ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) উত্তর ২৪ পরগনার অশোকনগরের পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে ফাঁসানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই বিজেপি প্রার্থীর নাম বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর। দুজনেই উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের সেনডাঙার বাসিন্দা।
অভিযোগ, শনিবার রাতে বাইকে চেপে প্রতাপনগর এলাকায় বুলেট বিক্রি করতে এসেছিলেন ওই দুই বিজেপি প্রার্থী। গোপন সূত্রে অভিযান চালিয়ে ৪০ রাউন্ড বুলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বলে জানান মসলন্দপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এরপরই তাদের আটক করে পুলিশ।
এদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল তৃণমূলের থেকে। মনোনয়নপত্র প্রত্যাহার না করাতেই ষড়যন্ত্র করে তাদেরকে ফাঁসানো হয়েছে।
বারাসতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘দু’জনকে ৪০ রাউন্ড গুলি-সহ আমরা গ্রেফতার করেছি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তারা বুলেট বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে।
এদিকে বিজেপির বারাসত জেলা সভাপতি তাপস মিত্রর অভিযোগ , ‘‘বাসুদেব চক্রবর্তীর কাছে বন্দুকের লাইসেন্স রয়েছে। সেই লাইসেন্সে পুনর্নবীকরণের তারিখ এসে যাচ্ছিল। ওর কাছে সমস্ত নথিপত্রও আছে। তৃণমূলের প্ররোচনায় পুলিশ মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়েছে।’ (EVM News)




















