বিক্ষোভ
ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: বিজেপির বিজয়া সম্মিলনীতে বিক্ষোভ! বেকায়দায় দিলীপ!

বিজেপির তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন হয় মগরাহাট পূর্ব বিধানসভার ধামুয়া এলাকায়। সেখানে বিজয়ার শুভেচ্ছার বদলে দলীয় কর্মীদের থেকেই ছুটে আসে কটাক্ষ। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান দলীয় কর্মীদের একাংশ। বিক্ষোভের কারণ, অনুদান-বিতর্ক!
হাইকোর্টের ৩ প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে উন্নীত করতে সুপারিশ কলেজিয়ামের!

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। দুর্গাপুজোর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার হুলস্থুল কাণ্ড বাধে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। যদিও বিজেপির জেলা সভাপতি উৎপল নস্করের দাবি, ভুল বোঝাবুঝিতে এমন ঘটনা ঘটেছে।


বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোর জন্য দলের তরফে যে অর্থ অনুদান হিসাবে দেওয়া হয়েছিল তাতে বেনিয়মের অভিযোগ করেন মগরাহাটের বিজেপি কর্মীরা। আঙুল ওঠে বিজেপির জেলা সভাপতি উৎপল নস্করের দিকে। অভিযোগ, দলের পক্ষ এক লক্ষ টাকা অনুদান দেওয়া হলেও ৩০ হাজার টাকার হিসাব দেননি জেলা সভাপতি। এ নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আগে শুরু হয় গন্ডগোল। ওই ধাক্কাধাক্কির সময় ঘটনাস্থলে উপস্থিত হন দিলীপ। তাঁকে দেখেই কয়েক জন কর্মী বিক্ষোভ দেখাতে থাকেন। আচমকা এমন ঘটনায় কিছু ক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন দিলীপ। কিছু ক্ষণ পর তাঁর নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন।

ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। স্থানীয়  তৃণমূল স্থানীয় নেতৃত্ব বলছেন, দুর্নীতির অভিযোগে অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজের দল সামলানো উচিত দিলীপের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর