ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ( Latest News) বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার আড়াই বছর পর চাকরি গেল স্টেশন মাস্টারের । অবশেষে সেকশান কন্ট্রোলারের বিরুদ্ধে পদক্ষেপ নিল ভারতীয় রেল। দীর্ঘ তদন্তের পর জানা গিয়েছে রেলের ইঞ্জিনের ট্রাকশন মোটরের যান্ত্রিক ত্রুটির কারণেই বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল।

এর আগে রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্টে ময়নাগুড়ির কাছে এই রেল দুর্ঘটনায় ৪ জন রেলকর্মীকে পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করেছিল রেল দফতর। এবার জলপাইগুড়ি রোড স্টেশনের অধ্যক্ষ পার্থপ্রতিম পালকে চাকরি থেকে অব্যাহতি দিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

২০২১ সালের ১৩ জানুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনি ধরলা সেতুর কাছে দুৰ্ঘটনা ঘটে আপ বিকানির-গৌহাটি এক্সপ্রেসের। ঘটনায় ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছিল । আহত হয়েছিলেন কমপক্ষে ৪২ জন । দুর্ঘটনার ফলে ছিটকে গিয়েছিল ট্রেনের ১২টি কামরা ৷ দুর্ঘটনার পরেই দিনই ঘটনাস্থল ঘুরে দেখেছিলেন কেন্দ্ৰীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরই রেলওয়ে সেফটি সিকিউরিটি বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। মন্ত্রীর উপস্থিতিতেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় দুৰ্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক প্রদীপ কুমার যাদবকে। রেলকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হলেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যক্ষ পার্থপ্রতিম পালকে।(EVM News)  

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর