ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: বালুর বিপুল সম্পত্তি!
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে পূর্ব খাঁপুর গ্রামে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাসাদ প্রমাণ ভিটে-বাড়ি। নামে-বেনামে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিশ।
খেলছেন না পান্ডিয়া | ষষ্ঠ বোলারে চমক ইন্ডিয়ার
খাঁপুর গ্রামে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাসাদ প্রমাণ বাড়ি। তবে তাঁর গ্রেফতারির পরেই সেই বাড়ি সুনসান। ঘটনায় বিরোধীদের অভিযোগ, এই এলাকায় নামে-বেনামে একাধিক সম্পত্তি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। বাড়ি সংলগ্ন এলাকায় মন্ত্রীর ভাইয়ের নামে রয়েছে রেশন দোকান। প্রভাব খাটিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের নামে আরও রেশন দোকান করেছিলেন। এমনকি তাদের প্রচুর সুযোগ- সুবিধাও পাইয়েদেন জ্যোতিপ্রিয় মল্লিক।
স্থানীয় বামুনপাড়ায় বেশ কয়েক বিঘা জমির ওপর তৈরি হয়েছে আইটিআই কলেজ। জানা যায়, সেই আইটিআই কলেজটি তার ভাইয়ের নামে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেওয়া মাত্রই কলেজের সাইন বোর্ড সরিয়ে নেওয়া হয়। মন্ত্রী হওয়ার পর জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বেড়েছে।
জানা যায়, প্রায় ৮০ বিঘা জমি রয়েছে মল্লিক পরিবারের নামে। এমনকি বোলপুরের শান্তিনিকেতনে ৬ কোটি টাকার এলাহি বাংলো রয়েছে, নাম দোতারা। মন্ত্রী হওয়ার আগে তার সম্পত্তির পরিমাণ যৎসামান্য ছিল, তবে এখন তার নামে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির অভিযোগ উঠছে। ইভিএম নিউজ