ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: বাপ্পাদিত্য-দেবরাজের বাড়িতে CBI | বিজেপিকে কটাক্ষ ববির
‘এজেন্সি, পুলিশ এগুলো দিয়ে লড়াই করা যায় না,’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নিয়ে বিজেপিকে কটাক্ষ ববির।
তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর উত্থানের ইতিহাস জানলে চমকে যাবেন…
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার শহরের চার জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাপ্পাদিত্য দেবরাজের বাড়িতে সিবিআই হানা। বিধাননগরে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দেয় সিবিআই।
এমনকি তল্লাশি চলছে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও। ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি এভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি, পুলিশ এগুলো দিয়ে লড়াই করা যায় না। লড়াই হয় মানুষের সংগঠন এবং মানুষের সাথে যোগাযোগ দিয়ে।”
বিজেপিকে কটাক্ষ করে ববি আরও বলেন, “ওদের শুধু মেরে দেবো, ভেঙে দেবো, জেলে ঢুকিয়ে দেবো। এসব দিয়ে সংগঠন হয় না, পায়ের তলায় মাটি পাওয়া যায় না। যত আমরা আক্রান্ত হবো, তত মানুষের হৃদয়ে আমরা জায়গা পাবো।” এভিএম নিউজ