ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: বাড়ি ফেরার পথে আইএসএফ নেত্রীর উপর হামলা
বিডিও অফিস থেকে বাড়ি ফেরার পথে আইএসএফ মহিলা নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা খাতুনের উপরে হামলা হয়। এই হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গড় দুই নম্বর ব্লকের শানপুকুর এলাকায়।

শরীরে কতটা ‘নুন’ প্রয়োজন যাতে সুস্থ থাকবে আপনার হৃসরির
তাঁর অভিযোগ ওই দিন সন্ধ্যায় ভাঙ্গড় দুই নম্বর বিডিও অফিস থেকে বাড়ি ফেরার পথে তার গাড়িটি খারাপ হয়ে যায়। বেশ কিছুক্ষন পরে গাড়ি ঠিক করে তিনি যখন সেই সময় শানপুকুর এলাকার কাছে এসেছেন, ঠিক তখনই হঠাৎ তার উপর পিছন দিক থেকে দুজন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে হামলা চালায় বলে অভিযোগ। পিছন দিক দিয়ে তার শরীরে কিছু একটা দিয়ে আঘাত করা হয় বলেও তিনি জানান। তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। তাকে পঞ্চায়েত ভোটের আগে থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এরপর তিনি বাড়িতে ফিরেই রাতে কয়েকজন কর্মীকে নিয়ে আহত অবস্থায় স্থানীয় জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। যারা হামলা চালিয়েছে তারা সকলেই তৃনমূলের আশ্রিত বলে তিনি জানান। উক্ত ঘটনায় কাশিপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইভিএম নিউজ



















