অমিত কৃষ্ণ পাল, ২৩ এপ্রিলঃ( Latest News) বাজি ? নাকি বোমা? রাজ্যে এক সপ্তাহে চার চারটে বিস্ফোরণ! মৃত ১৬। পূর্ব মেদিনীপুর, বজবজ, বীরভূমের পর এবার মালদহ। বিস্ফোরণের পর বিস্ফোরণ। মঙ্গলবার সকাল ৬টা বেজে ৪৫ মিনিট নাগাদ মালদহ জেলার ইংরেজবাজার পুরসভার অন্তর্গত নেতাজি পুরবাজার এলাকায় বিকট শব্দ শুনে গ্রামবাসীরা প্রথমে ভেবেছিলেন সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে তারা ঘর থেকে বাইরে বেড়িয়ে আসতেই জানতে পারে, বোমা নয়, বাজারে যে বাজির গুদাম রয়েছে, সেখানে বিস্ফোরণ হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিন জন গুরুতর জখমও হয়েছেন। তিনজনকেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক জনের মৃত্যু হয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
গত ১৬ ই মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে একটি বাজি কারখানায় একই ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ৯ জনের মৃত্যুও হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগণার বজবজের একটি বাজি কারখানাতেও বিস্ফোরণ ঘটে। সোমবার দুপুরেও বীরভূমের দুরবাজপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শেখ সফিক নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে মজুত থাকা বোমা ফেটে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে।
শেষ সাত দিনে পরস্পর বিস্ফোরণে রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা ১৬। (EVM News)