বাগানের আজ 'কলিঙ্গ অভিযান'

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: বাগানের আজ ‘কলিঙ্গ অভিযান’

কলকাতা ডার্বি ঘিরে অনিশ্চয়তা!

আজ এএফসি কাপের গ্রুপের ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।

ইগর স্টিমাচের ক্ষোভ

একদিকে রয় কৃষ্ণা, মর্টাদা ফল, আহমেদ জাহু, মরিসিও, গদ্দার্ডের সমন্বয়ে কোচ লোবেরার অধীনে গঠিত নবনির্মিত দল ওড়িশা এফসি। অন্যদিকে, সদ্য ডুরান্ড কাপ জেতা পেট্রেটস, কমিংস, সদিকু, আনোয়ার, থাপা, সাহাল, লিস্টন, হুগো বুমোসের দল মোহনবাগান সুপার জায়ান্ট। কোচ জুয়ান ফার্নান্দোর তত্ত্বাবধানে মরশুমের প্রথম ট্রফিটি ঘরে তুলেছে তারা। তাই আজ এই দুরন্ত দুই দলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর