ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর: বাইক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত ১
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হেড়োভাঙা বাজার এলাকায় ঘটে গেছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। বাইক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। মৃতের নাম পরমেশ্বর অধিকারী। তাঁর বাড়ি ক্যানিং থানা এলাকায়।স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বাজার থেকে বাইক চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় অপরদিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান পরমেশ্বর বাবু। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় ট্রেকার চালক।
কেন খাবেন ড্রাগন ফল? কি এর উপকারিতা
ঘটনার পর গাড়ি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় ট্রেকার চালক। দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হয়। পাশাপাশি চালকের খোঁজে তল্লাশি চলছে। দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন অধিকারী পরিবার। গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। ইভিএম নিউজ