ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: বদলে যাওয়া ওড়িশা
গত মরশুমে সুপার কাপ জিতে একেবারে খোলনলচে বদলে নতুনভাবে শুরু করতে চলছে ওড়িশা এফসি। কোচ হিসেবে তারা নিয়ে এসেছে স্বনামধন্য সার্জিও লোবেরাকে। তিনিও ফিরিয়ে এনেছেন তাদের পুরোনো ছাত্রদের। আহমেদ জাহু, মুর্তাদা ফলদের দলে ভেরিয়ে অনেক শক্তিশালী করে ফেলেছেন ওড়িশাকে। এছাড়াও বাড়তি সংযোজন রয় কৃষ্ণ। তিনিও আজ নামবেন তাদের পুরোনো দলের বিরুদ্ধে। স্ট্রাইকার মরিসিও-রয় জুটি রাতের ঘুম কেড়ে নিতে পারে বহু দলের।
বাগানের আজ ‘কলিঙ্গ অভিযান’
আজ সেইদিকে বাড়তি নজর দিতেই হবে মোহনবাগানকে। মাঝমাঠ থেকে বরাবরই পুরো দলটিকে খেলান আহমেদ জাহু। জার্সির রং পরিবর্তন হলেও এইসব খেলোয়াড়দের খেলার ধরণে যে কোনও পরিবর্তন হবেনা এই কথা বলাই যায়। ডিফেন্সে মুর্তাদা ফল ভারতের যে কেনও স্ট্রাইকারকে শান্ত রাখতে পারেন, সেট পিসে হেডেও বেশ দক্ষ। তাই আজ দেখার এই বদলে যাওয়া ওড়িশাকে নিয়ে ঘরের মাঠে কেমন পারফর্ম করে লোবেরা। ইভিএম নিউজ