ব্যুরো নিউজ, ০৪ জানুয়ারি: বড়দিনের সপ্তাহে রাজ্যে মদ বিক্রি ১০০০ কোটির
বড়দিনের উৎসবে দিন দশেকের মধ্যেই রাজ্যে ১০০০ কোটি টাকার মদ বিক্রি হলো। এই বিপুল মদ বিক্রির ফলে রাজ্য সরকার অনেকটাই আয় বাড়িয়েছে। বিগত আর্থিক বছরে ২০২২- ২৩ সালে মদ বিক্রি হয়েছিলো সাড়ে ১৩ হাজার কোটি টাকা।
এর মধ্যে বিদেশি মদের বিক্রি বেড়েছে প্রায় ২০- ২২ শতাংশ। আয় হয়েছিলো এর থেকে ১৬০০০ কোটি টাকা। আবগারি বাবদ আয় ২০২২- ২৩ এ বেড়েছিল ২০২১- ২২ অর্থবর্ষের তুলনায় অনেকটাই বেশি। এবারও আবগারি বাবদ আয় ভেঙ্গে দেবে গতবারের রেকর্ড।
চলতি আর্থিক বছর শেষ হতে এখনো প্রায় ৩ মাস বাকি। ফলে শীতের মরশুমে মানুষের মদ্যপানের প্রবণতা যে আরও বারবে তা বলাই বাহুল্য। তবে অর্থনীতিবিদেরা এই আয় বৃদ্ধিকে স্বাভাবিক বলতে রাজি নয়। ইভিএম নিউজ