ব্যুরো নিউজ, ১০ জানুয়ারি: বছর ঘুরে গেলেও রয়ে গেল মেট্রো পরিষেবা চালু নিয়ে ধোঁয়াশা
২০২২ সালের ডিসেম্বর মাসে নিউ গড়িয়া-রুবির মেট্রোপথে পরিষেবা চালু করার তোড়জোড় শুরু হয়। একবারে একটি করে ট্রেন চালানোর জন্য ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেলওয়ে সেফটি কমিশনার শর্তসাপেক্ষে প্রয়োজনীয় অনুমতি দেন। তড়িঘড়ি স্টেশনের দায়িত্ব দিয়ে মেট্রোকর্মীদের বদলি করা হয়। কিন্তু তার পরে মন্ত্রকের তরফে সাড়া না মেলায় পুরো প্রক্রিয়া কার্হয শিথিল হয়ে যায়। উল্লেখ্য, নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে পরিষেবা শুরু করার জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পাওয়ার পরে প্রায় বছর ঘুরে গিয়েছে। অথচ, ওই মেট্রোপথের উদ্বোধন করে ওঠা এখনো সম্ভব হয়ে ওঠেনি। বার দুয়েক সরকারি তরফে উদ্বোধনের মহা-তৎপরতার পরেও এখনও যাত্রীদের কাছে অধরাই রয়ে গিয়েছে ওই মেট্রোপথে যাত্রা।
মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর ছাড়তেই সেখানে উপস্থিত মেদিনীপুরের সংসদ