ছেলে

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: বঙ্গের ছেলে পেলো রাষ্ট্রীয় বাল পুরস্কার

রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত করা হলো শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা ও শিলিগুড়ি বয়েজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র  অরিজিত ব্যানার্জিকে। আর্ট অ্যান্ড কালচার বিভাগে তাকে পুরস্কৃত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। অরিজিত পাখোয়াজ শিল্পী। তার পখোয়াজ মোহিত করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককেও। জি২০ সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পাখোয়াজ বাজিয়েছিল সে। তার বাবা সঞ্জয় ব্যানার্জির কাছেই পাখোয়াজ বাজানো শিখেছে অরিজিত।

নিয়োগকাণ্ডে দেবরাজ ও বাপ্পাদিত্যকে সিবিআই- য়ের তলব

এর আগে বাংলাদেশের জাতীয় জাদুঘর ও রাজশাহি বিশ্ববিদ্যালয়েও পাখোয়াজ বাজিয়ে দর্শকদের মোহিত করেছিল সে। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পরাক্রম দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিভাগে কীর্তিমান ছেলেমেয়েদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সেই পুরষ্কার তাদের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। এদিন দিল্লিতে তার হাতে রাষ্ট্রীয় বাল পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি। এছাড়াও ভারতরত্ন শুভলক্ষ্মী ফেলোশিপ ও এশিয়া বুক অফ রেকর্ডসের সম্মান আগেই যুক্ত হয়েছে অরিজিতের মুকুটে। নেতাজির জন্মদিনে উত্তরবঙ্গ তথা বাংলার এই খুদে শিল্পীকে পুরস্কৃত করল কেন্দ্রীয় সরকার। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর