বক্রেশ্বরে

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: বক্রেশ্বরের প্রসিদ্ধ ঝুপকালী বা নদীপাড়ের কালীপুজোতে নেমেছে ভক্তের ঢল

কথিত আছে, ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো পেরিয়ে এবার পালা কালীপুজোর। আর কালীপুজো মানেই হোল আলোর উৎসব। এখন গোটা বিশ্ব সেই আলোর উৎসবে মাতয়ারা।

ভক্তদের সাহাজ্যে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ

প্রায় সব জায়গাতেই কালীপুজো উপলক্ষে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মতো। ঠিক সেইরকমই কালীপুজো উপলক্ষে বীরভূমের একটি মন্দিরে দেখা গেলো মায়ের আবাহন করা হচ্ছে ধুমধামের সাথেই। আর প্রচুর পরিমানে ভক্তের ঢল নেমেছে সেই মন্দিরে। এটি হোল বীরভূমের বক্রেশ্বরের একটি প্রসিদ্ধ মন্দির। যাকে আমরা ঝুপকালী বা নদীপাড়ের কালী মায়ের মন্দির হিসাবে চিনি।

কথিত আছে, এখানে পুরনোদিনে সাধু সন্ন্যাসীরা পুজো করতে আসতেন। এখানে প্রতি আমাবস্যায় মায়ের পুজো হয়ে থাকে ও অমাবস্যায় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। বহু বছর ধরে রীতিনীতি ও প্রথা মেনে এই মন্দিরে হয়ে আসছে মায়ের পুজো।

মন্দিরের পুরোহিতের সাথে কথা বলা হলে তিনি জানান, এখানে অঘ্রানের কালীপুজো ও শিবরাত্রির পরের যে অমাবস্যা আসে সেই সময় মায়ের পুজো হয়ে থাকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর