বক্রেশ্বরের

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর: বক্রেশ্বরের ঝুপকালী মন্দিরের পুজোর আরম্বর

বাঙালির বারো মাসে তের পার্বণ।  দুর্গাপুজো, লক্ষ্মীপূজো শেষ। এবার পালা কালীপুজোর।

ফের নাশকতার ছক? শহরে গ্রেফতার ২ অনুপ্রবেশকারী

দীপাবলি মানে আলোর উৎসব! গোটা বিশ্ব সেই আলোর উৎসবে মেতে উঠেছে। আর এখানেও কালী মায়ের পূজোতে উপচে পড়া ভিড়।

প্রতিটি জায়গার মতো ধুমধামের সাথে এখানেও মাকে আহ্বানের অন্যথা হলো না। কথিত আছে এখানে সাধু সন্ন্যাসীরা পুজো করতে আসছেন। এতক্ষণ যেই মন্দিরের কথা বলছিলাম। সেটি বক্রেশ্বরের ঝুপকালী বা নদীপাড়ের কালি বলা হয়। এখানে প্রতি অমাবস্যায় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতিটি আমাবস্যায় মায়ের পূজো হয়ে থাকে। বহু বছর ধরে এই মায়ের পূজো হয়ে আসছে এখানে।

বক্রেশ্বরের ঝুপকালী মন্দিরের পুরোহিত জানান কালীপুজো, অঘ্রায়নের কালীপুজো এবং শিবরাত্রির পরের যে অমাবস্যা সেই সময় মায়ের পূজো হয়ে থাকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর