ইভিএম নিউজ ব্যুরোঃ যুগের সঙ্গে তাল রেখে, বিনোদন দুনিয়াতেও পুরনো পেশাকে নতুন পরিচয় দেওয়ার পর্ব শুরু হয়েছে, বেশ কয়েক বছর আগেই। আর সেই পর্বে ক্যামেরাম্যান হয়ে উঠেছিলেন সিনেমাটোগ্রাফার। আবার মাত্র কয়েকবছরের ব্যবধানে সেই সিনেমার সিনেমাটোগ্রাফাররা হয়ে উঠলেন ডিওপি। অর্থাৎ, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। এহেন ডিওপি-র ভূমিকায় গত কয়েকবছরে টিভিসিরিয়াল থেকে বাংলা সিনেমার ক্ষেত্রেও অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন সৌমিক হালদার। ক্যামেরার পিছনে সৌমিকের নিখুঁত আর সন্ধানী চোখ তুলে এনেছে ‘কর্ণসুবর্ণের পালা’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘গুমনামী’, ‘বল্লভপুরের রূপকথা’র মতো অসাধারণ সব বায়োস্কোপ। আর এবার ডিরেক্টর অফ ফটোগ্রাফির সেই সীমাবদ্ধ পরিচয় থেকে পুরোদস্তুর চিত্রপরিচালক হয়ে উঠলেন সৌমিক হালদার। আর সেই ভূমিকায় তাঁর প্রথম ছবি হিসেবে সিনেমার পর্দায় আসতে চলেছে একটি কমেডি গল্প। নাম বিবাহ অভিযান। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের বিখ্যাত সেই উপন্যাস নিয়ে এর আগেও টিভিসিরিয়াল আর সিনেমা তৈরি হয়েছে। এবার তারই নতুন এক পর্ব পরিচালক হিসেবে তুলে ধরতে চলেছেন সৌমিক হালদার। আগামী মার্চ মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আবার বিবাহ অভিযান’।
প্রসঙ্গত, বহু বছর আগে দূরদর্শনের পর্দায় সীমিত পর্বের ধারাবাহিক হিসেবে দেখা গিয়েছিল সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা নিয়ে তৈরি মজার সিরিয়াল ‘বিবাহ অভিযান’। এরপর গত ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘বিবাহ অভিযান’। অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার আর বাংলাদেশের নুসরত ফারিয়া। জমজমাট মজার সেই ছবিরই সিক্যুয়েল ‘আবার বিবাহ অভিযান’ নিয়ে এবার পরিচালনায় পা রাখলেন সৌমিক। বিরসার ছবি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল। আর সেই সাফল্যকে হাতিয়ার করে ২০২২ সালেই ছবিটির সিক্যুয়েল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন নির্মাতারা। আর সেই ঘোষণার পর গতবছর নভেম্বরেই শুরু হয়েছিল ‘আবার বিবাহ অভিযান’-এর শ্যুটিং। সম্প্রতি ছবি মুক্তির দিন ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে প্রকাশ করা হল আনল ছবিটির টিজার। অভিনয়েও সেই একই তালিকা। রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া। আর তাঁদের সঙ্গেই নতুন এই সিক্যুয়েলে একটি বিশেষ চরিত্রে থাকছেন সৌরভ দাস। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। যদিও আগামী মার্চ মাসের কত তারিখে ছবিটি মুক্তি পাবে, সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশাই রেখেছে সংস্থা শ্রীভেঙ্কটেশ ফিল্মস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর