ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: ফের হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
ফের হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রবিবার বিশ্বজিৎ মজুমদার নামে এক রোগীকে কামারহাটি ই এস আই হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গিয়েছে, পায়ের মধ্যে পেরেক ফুটে যাওয়ার সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার মৃত্যু হয় ওই রোগীর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কামারহাটি থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পুলিশের সাথে তাঁদের বচসাও হয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের তরফ থেকে সঠিক পরিষেবা দেওয়া হয়নি। ফলে মৃত্যু হয় ওই ব্যাক্তির। স্থানীয়দের আরো অভিযোগ, টাকা দিয়েও পরিষেবা দেওয়া হয় না ইএসআই হাসপাতালে। হাসপাতালের সুপার অনন্ত ব্যানার্জিকে এই বিষয়ে জানানো হলেও তিনি কর্ণপাত করেন না বলে দাবি স্থানীয়দের। ইভিএম নিউজ