ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: ফের সাইবার জালিয়াতির পর্দা ফাঁস
বেছে বেছে টার্গেট করা হত বয়স্কদেরই। দীর্ঘদিন ধরে প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার চক্র চলত। কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আমেরিকা ও কানাডার প্রায় ৮০ জনের টাকা প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ। খড়দহের এক কল সেন্টারে হানা দিয়ে সেই আন্তজার্তিক প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ।
কোভিড- ১৯ ভ্যাক্সিনের জেরে ব্যাপক মৃত্যু যুক্তরাষ্ট্রে
এই সাইবার জালিয়াতির পর্দা ফাঁস করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। উত্তরাখণ্ডের দেরাদুন থেকে ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ব্যারাকপুর সিটি পুলিশ।শনিবার তাদের আদালতে পেশ করা হয়। অপারেশন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান হরি পাণ্ডে।গোপন সূত্রে খবর পেয়ে গত ১৮ অক্টোবর খড়দহ থানা এলাকার বলরাম হাসপাতাল সংলগ্ন এলাকার একটি কল সেন্টারে হানা দেয় খড়দহ থানার পুলিশ।
গ্রেপ্তার করা হয় মোট ১০ জনকে। এরা কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। এর পর এই মামলার তদন্তভার বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়। তদন্তে নেমে ২৫ অক্টোবর গোয়েন্দা বিভাগ আরও একজনকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ পায়। এমনই জানিয়েছেন গোয়েন্দা প্রধান।তিনি আরও জানান, তিনদিন আগে উত্তরাখণ্ডের দেরাদুনের একটি পাঁচতারা হোটেল থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। এই ছয়জনকে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদেশের প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার সফটওয়্যার হ্যাক করে তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। ইভিএম নিউজ