ফের

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর: ফের বোমায় আক্রান্ত শৈশব! ক্ষতবিক্ষত ৩ শিশু

পড়াশোনা শুরু হওয়ার আগে আইসিডিএস কেন্দ্রের বাইরেই খেলা করছিল কচিকাচারা। তবে সেই খেলাই যে শেষ খেলা হবে তা তখন বোঝেনি সেই খুদেরা।

আচমকাই বিকট শব্দ। কেঁপে ওঠে এলাকা। ছুটে আসে স্থানীয় ও আইসিডিএস কেন্দ্রের কর্মীরা। কিন্তু তখন শিশুদের হাঁসি, হাহাকারে পরিণত হয়েছে। চারদিক রক্তাক্ত, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিনটে শিশু। বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি কারোরি।

এলোপাথাড়ি ৯ টি গুলি। কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু যুবকের

ফের বোমায় আক্রান্ত শৈশব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে খেলার সময় বল ভেবে বোমা হাতে তুলে নেয় এক খুদে। তাতেই বিস্ফোরণ। আর এক নিমেষে ছিন্নভিন্ন ফুলের মতো ৩টি জীবন।

বুধবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফারক্কার ইমামনগর পঞ্চায়েত এলাকায়। আহত শিশুরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তিন শিশুরই শরীরের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। যে শিশুটি হাতে বোমাটি তুলে নিয়েছিল, সেই শিশুটি গুরুতর আহত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বোমা ফাটার চিহ্ন এখনও দগদগে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র মূলত বাচ্চাদের পড়াশোনা, খেলাধুলার জায়গায়। সেই জায়গায় তাজা বোমা? এ কোন খেলা চলছে রাজ্যে? বারবার বোমা-বারুদে শৈশব আক্রান্ত হওয়ার পরেও প্রশাসন কি তবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আর কত শিশুর প্রান বলি হলে হুঁশ ফিরবে?  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর