লাবনী চৌধুরী, ২৫ আগস্ট : ফের এক নার্সিং ছাত্রীর মৃত্যু। এখনও কাটেনি যাদাবপুর কাণ্ডের রেশ। এরমধ্যেই ২ নার্সিং পড়ুয়ার মৃত্যু। একটি খাস কলকাতা অপরটি উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা। গতকাল প্রকাশ্যে আসে এসএসকেএমের হস্টেলে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনা। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার দ্বিতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই যা নিয়ে দানা বাঁধছে রহস্য। সেই রেশ না কাটতেই ফের এক নার্সিং ছাত্রীর মৃত্যু।
বেঙ্গালুরুর এক বেসরকারি নার্সিং কলেজের পড়ুয়া সায়নী সরকার। সায়নী হেমতাবাদের কশবা মাহাশো এলাকার বাসিন্দা। জানা যায়, ১মাস আগে হস্টেল থেকে বাড়ি ফিরেছিল পড়ুয়া। এরপরই আজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পড়ুয়ার দেহ। ঘটনায় দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে ছাত্রীর মৃত্যু ? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ
















