ইভিএম নিউজ ব্যুরো, ৫ এপ্রিলঃ (Latest News)ফের আইসিডিএস সেন্টারের নিম্নমানের খাবার ও অনিয়মিত পরিষেবা প্রদানের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের উত্তর ঘাগরার গজেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, ওই আইসিডিএস সেন্টারের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ বেরা দত্ত নিয়মিত সেন্টারে আসেন না। কোন কোন দিন এলেও খাবারের মান ও পরিষেবা ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখেন না। স্থানীয় মহিলারা অতীতে বহুবার এই ব্যাপারে সরব হলেও কোন হেলদোল নেই তার ৷
স্থানীয় পঞ্চায়েত সদস্য শংকর রায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, সেন্টারে যে ডাল রান্না হয় তা খাওয়ার উপযুক্ত নয়৷ তাঁর বক্তব্য তিনি বহুবার এইসব নিম্ন মানের খাবার বাচ্চাদেরকে খাওয়াতে বারণ করেছেন। কিন্তু বেরা তাঁর কথা শোনেন নি।
এই বিয়য়ে ইনচার্জ বেরা দত্তর সাফাই, তাকে বহু ধরনের মিটিংয়ে উপস্থিত থাকতে হয়, তাই তিনি নিয়মিত সেন্টারে আসতে পারেন না ৷ রেবার অভিযোগ, সমস্যা না বুঝে স্থানীয় বাসিন্দারা তাকে প্রায় নিগ্রহ করেছেন। যদিও গ্রামবাসিরা এই অভিযোগ অস্বীকার করেছেন। সেন্টার থেকে ইনচার্জকে সরাবার দাবিতেও সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা।(EVM News)