ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: ফুটন্ত লোহা পড়ল শ্রমিকদের গায়ে | মৃত শ্রমিক
জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের গগন স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা। ফুটন্ত লোহা এসে পড়ে শ্রমিকদের গায়ে। দুর্ঘটনায় মৃত এক শ্রমিক।
ED-র বিস্ফোরক দাবি! কাকুর অসুস্থতা বানানো গল্প
বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ঘটে বিপত্তি। ঝলসে যাওয়া শ্রমিকদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। অপর দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
জানা গিয়েছে বছর ৪২-এর মৃত শ্রমকের নাম কিশোর কেশরি। কারখানা সূত্রে জানা গিয়েছে, হার্টের রোগী ছিলেন কিশোর। অস্ত্রপচারে পেসমেকার বসানোও হয়েছিল। তবে কী কারণে টবের ডেঞ্জার লেবেল উপচে লোহা শ্রমিকদের গায়ে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিকদের অভিযোগ, জামুড়িয়ার গগন ফেক্টরিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের নিরাপত্তা বা সুরক্ষার বিষয়ে ওয়াকিবহল নয় কর্তৃপক্ষ। এদিন এই অভিযোগও তোলেন অগ্নিমিত্রা।
এদিন কারখানায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে যুব তৃণমূল নেতা প্রেমপাল সিং তাঁকে বাধা দেন বলে অভিযোগ। ইতিমধ্যেই কারখানায় দুর্ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ইভিএম নিউজ