ব্যুরো নিউজ, ১৫ সেপ্টেম্বর: প্রায় দেড় মাস বন্ধ পোস্ট অফিস | ভোগান্তির শিকার সাধারণ মানুষ
মালদার পাকুয়াহাট এলাকার পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ। বিভিন্ন সমস্যার কথা জানিয়ে প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে পাকুয়াহাট এলাকার ডাকঘর।
আরপিএফ (RPF) পোস্ট ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের
সাধারন মানুষের অভিযোগ, পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খোলেন না। শুধু তাই নয় পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সাধারন মানুষ বিভিন্ন কাজ এলে কাজ হচ্ছে না বলে জানানো হচ্ছে দীর্ঘদিন ধরে। কাজ বন্ধ রাখার পোস্টার লাগানো হয়েছে পোস্ট অফিসের দেওয়ালে।
বহুদূর থেকে আসা সাধারণ মানুষ পোস্ট অফিসে এলে তাদের ঘুরে যাচ্ছে। কখনও বলা হচ্ছে পোস্ট অফিসে কোনও কাজ হচ্ছে না। আবার কখনও বলা হচ্ছে কম্পিউটার খারাপ। কখনও বা বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে। এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে।
এই বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের কাছে বারবার বলার পরেও কোনও ভ্রূক্ষেপ নেইো, তাদের তরফ থেকে বলা হচ্ছে লিখিত অভিযোগ করুন। এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।
ফের যাত্রী ভোগান্তি, আগামী ২০ দিন বাতিল শিয়ালদহ শাখার বেশ কিছু ট্রেন
বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ঘুরে যাচ্ছেন কোনও পরিষেবা না থাকায়। সময় মত পোস্ট অফিস খোলা হচ্ছে না বলে অভিযোগ।পোস্ট অফিসে বিভিন্ন কাজের জন্য আসা গ্রাহকদের দেড় মাস ধরে হয়রানির শিকার হতে হচ্ছে। ক্ষোভে পাকুয়াহাট পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।
এই বিষয়ে পোস্টমাস্টার বাদল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সার্ভার ডাউন ও কম্পিউটার খারাপ সেই জন্য বিভিন্ন কাজ বন্ধ হয়েছিলো। এখন সব কাজ হচ্ছে। এছাড়াও কম্পিউটার মালদা পাঠানো হয়েছে। বিভিন্ন ভাবে অভিযোগ অস্বীকার করে তিনি জানান কাজকর্ম ঠিকঠাকই রয়েছে। কিছু সমস্যার জন্য এই কাজ মাঝে মধ্যে বন্ধ হয়ে ছিল। তবে এখন সব ঠিকঠাকই রয়েছে। ইভিএম নিউজ