ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মেঃ (Latest News) প্রতিভাবান জবির রোজগারের পথ এখন খেপের মাঠ। ক্লাব পাচ্ছেন না জবি জাস্টিন। একসময় কেরালার এই ফরওয়ার্ডকে ময়দানে বেশ সম্ভাবনাময় বলেই মনে করা হয়েছিল। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন জবি। শুরুটা হয়েছিল ইস্টবেঙ্গলের হয়ে। এরপর তিনি চলে যান আইএসএলের দল ATK-তে যা পরবর্তীতে মোহনবাগানের সঙ্গে মিলিত হয়ে ATKMBFC হয়। এরপর গোকুলাম, অর্থাৎ আই লিগের দলে চলে যান। কিন্তু সেখানেও দাগ কাটতে ব্যর্থ হন জবি। গোকুলামের হয়ে ৯ ম্যাচে মাত্র ১ গোল করেছিলেন। একে তো চোট আঘাতের সমস্যা, তার ওপর অফ ফর্ম।

রোজগারের জন্য তাই এখন খেপের মাঠই ভরসা। তাই কখনো বারুইপুর, কখনো বনগাঁ, বসিরহাট কখনো বা বারাসাতে খেপ খেলে বেড়াচ্ছেন জবি।

মাত্র কয়েকদিন আগেই বারুইপুরের রাসের মাঠে একটি পাড়ার টুর্নামেন্টে খেলতে দেখা গেছে জবি জাস্টিনকে। (EVM News)

আগামী মরশুমে সমানে সমানে লড়াই

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর