লাবনী চৌধুরী, ২৬ আগস্ট: প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক! অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে  আক্রান্ত শিক্ষক। প্রকাশ্যে চলছে অবৈধ নির্মাণ ও অবৈধ টাওয়ার লাগানোর কাজ। তবে প্রতিবাদ করায় দুষ্কৃতীদের প্রহার জুটলো এক শিক্ষক ও তাঁর পরিবারের। দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পেলেন না শিক্ষকের প্রতিবেশীরাও।

খড়িবাড়ির অন্তর্গত বাতাসির পশ্চিম বদরাজোত এলাকার ঘটনা। ঘটনার সূত্রপাত ২৭ শে ডিসেম্বর ২০২১। বিশ্বম্ভর প্রসাদ তার বাড়ির পাশের জমিতে তৈরি হওয়া অবৈধ নির্মাণ তৈরিতে বাধা দেন। ঘটনার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন ব্লক প্রশাসনের কাছে। এরপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর। দু’বছর ধরেই চলছিল দু’পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ পর্ব। কিন্তু তারপরেও রয়েগেছে অবৈধ নির্মাণ ও টাওয়ারটি।

জানা গিয়েছে, গত ২০শে আগস্ট কিছু দুষ্কৃতীরা চড়াও হয় শিক্ষক ও তাঁর পরিবারের ওপর। বাড়িতে তাণ্ডব চালিয়ে সিসিটিভি ভাঙচুর করার পাশাপাশি বাড়ির ভেতরে ঢুকে লুট করে টাকা -পয়সা, সোনা-দানা এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, দুষ্কৃতীরা তার প্রতিবেশী রিঙ্কু মন্ডলের পরিবারের উপরেও হামলা চালায়।

বিশ্বম্ভর বাবু ৯ জন দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রায় পাঁচ দিন কেটে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত কাউকে আটক করেনি। উপরন্তু অভিযুক্তরা বুক ফুলিয়ে বিশম্ভর বাবুর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বলে জানান। একপ্রকার বাধ্য হয়েই তিনি নিজের ও পরিবারের সুরক্ষার তাগিদে প্রশাসন এবং মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর