প্রকৃত

ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: ‘প্রকৃত শিক্ষা মানব সমাজের মেরুদন্ড’

‘প্রকৃত শিক্ষা মানব সমাজের মেরুদন্ড’ এই বিষয়টিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বোরহাট, আনন্দমার্গ স্কুলে শিক্ষা প্রশিক্ষণ শিবির। ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিক্ষা প্রশিক্ষণ শিবিরে।

অরণ্যভবনে ইডির হানা | উদ্ধার ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট সহ ৮০০ স্ট্যাম্প পেপার

১৮ ডিসেম্বর এই প্রশিক্ষণ শিবির বিষয়ে বোরহাট আনন্দমার্গ স্কুলে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। এই সাংবাদিক সম্মেলনে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মহাসচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত বলেন, আনন্দ মার্গের প্রবক্তা ও প্রবর্তক মহান শিক্ষাগুরু শ্রী শ্রী আনন্দ মূর্ত্তীজী এক নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছেন। এই শিক্ষা ব্যবস্থা হলো “নব্যমানবতাবাদী শিক্ষা”। আনন্দমার্গের সমস্ত স্কুলেই শিশুদের এই শিক্ষা দেওয়া হয়। আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থার মূল আদর্শ হল “সা বিদ্যা যা বিমুক্তয়ে’ যা মানুষকে সর্বাত্মক মুক্তির পথে চালিত করতে পারে। এই শিক্ষা ব্যবস্থায় শুধু মানুষকে নয়, পশুপাখি, গাছপালা, লতা, গুল্ম, জীবজন্তু সবাইকে ভালোবাসতে শেখায়। আনন্দমার্গ প্রচারক সংঘ বিভিন্ন সেবামূলক, কাজের দ্বারা সমাজের কল্যান সাধনের চেষ্টা করে চলেছে। বিদ্যালয়, অনাথআশ্রম, বৃদ্ধাশ্রম, পশুকল্যানকেন্দ্র, দুর্গত মানুষের উদ্ধার কার্য, ত্রান শিবির বিভিন্ন কাজে আনন্দমার্গ মিশন নিরলস ব্রতী।

তিনি জানান, সারা ভারতে প্রায় এক হাজারের বেশি আনন্দমার্গ বিদ্যালয় আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে প্রাথমিক শিক্ষার উপরই বেশি গুরত্ব দেওয়া হয়। এখানে প্রতিটি শিশুকে নৈতিক শিক্ষা দেওয়া হয়, কেননা প্রাথমিক শিক্ষাই হল শিক্ষার মূল ভিত্তি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর