ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর:পোস্ট অফিসে FD স্কিম | অপ্রাপ্তবয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য কী সুবিধা?
পোস্ট অফিসে বিভিন্ন স্কিম রয়েছে তার মধ্যে পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিম হল পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমটি পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম নামেও পরিচিত।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম কি? পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম গুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম এই স্কিমে এককালীন কিছুটা পরিমাণ টাকা আপনাকে পোস্ট অফিসে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য এরপর নির্দিষ্ট সময় হলে অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনি সুদ সহ বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পাবেন। সেলিব্রেশনের বদলে স্তব্ধতা! একাই নিজের লাগেজ নিয়ে ফিরছেন বিশ্বজয়ী অধিনায়ক
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের পরিমাণ:
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি কোয়ার্টারলি হিসাবে সুদের টাকা পাবেন। আপনি যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি আপনার সুদের টাকা প্রতি কোয়ার্টারে পাবেন না সেটি পাবেন বছরের শেষে মানে আ্যনুয়ালি। অর্থাৎ পোস্ট অফিসের এই স্কিমে সুদের পরিমাণ কোয়ার্টার হিসাব করা হলেও আপনি সুদ পাবেন বছরের শেষেই।
এক্ষেত্রে মনে রাখবেন সরকার পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটের পরিমাণ প্রতিটি কোয়ার্টারে পরিবর্তন করতে পারে। কিন্তু আপনি যে ইন্টারেস্ট রেটে ফিক্সড ডিপোজিট করবেন সেই ইন্টারেস্ট রেটেই আপনি সুদ পাবেন। অর্থাৎ পরবর্তীতে সরকার ইন্টারেস্ট রেট বৃদ্ধি করলে বা কমালে আপনার ডিপোজিটের উপর কোনো প্রভাব পড়বে না।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা জমা করতে পারবেন?
পোস্ট অফিসে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে ফিক্সড ডিপোজিট শুরু করতে পারেন। পোস্ট অফিসের ফিক্স ডিপোজিটে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। অর্থাৎ আপনি যত খুশি টাকার ফিক্সড ডিপোজিট করতে পারেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন ১০০০ টাকার পরের বিনিয়োগগুলি ১০০ টাকার গুণিতাকে করতে হবে অর্থাৎ আপনি চাইলে ১০১০, ২৮৯৯ এভাবে করতে পারবেন না।
কারা একাউন্ট খুলতে পারবেন?
১৮ বছরের উর্ধ্বে যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট করতে পারবেন। ফিক্সড ডিপোজিট আপনি একক ভাবে অর্থাৎ সিঙ্গেল একাউন্টও করতে পারেন এবং যৌথভাবে অর্থাৎ জয়েন্ট একাউন্টও করতে পারেন। সর্বোচ্চ ৩ জন পর্যন্ত জয়েন্ট একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও কোন অপ্রাপ্তবয়স্ক বাচ্চার হয়ে অবিভাবকরা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারেন। কোন প্রতিবন্ধী ব্যক্তির হয়ে তার পরিবারের কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। ইভিএম নিউজ