হঠাৎই ভোলবদল ! তাকে সামলাতেই উদ্বিগ্ন বন দফতর কর্মীরা । বছর তেরোর পোষা কুনকি হাতি ওরফে রঙ্গলালের হঠাৎই খামখেয়ালিপনা। জন্ম জলদাপাড়ার পিলখানায়। ভালো ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও তার এমন ‘ভোলবদল’।শুক্রবার চিলাপাতা রেঞ্জ জঙ্গলে সুরক্ষার কাজে বেরিয়েছিল রঙ্গলাল। সঙ্গে ছিল মাহুত ,পাতাওয়ালা। জঙ্গলে ঢোকার মুখে হঠাৎই চলে তার তান্ডব। নিজের পিঠে থাকা সমীর মাঝিকে সপাটে নিচে আছাড় ফলে দেয় রঙ্গলাল। ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচে ফেরেন সমীর ও দিলীপ নামে দুই ব্যক্তি।পরে ঘটনাটি এসে বনকর্মীদের জানান আহত ওই দুই ব্যক্তি ।রঙ্গলাল এই ঘটনায় গা ঢাকা দেয় ওই জঙ্গলে।পরে লোকালয় গিয়েও ভাঙচুর শুরু করে সে । ফলে রঙ্গলালের এই আচরণে চিন্তিত বনকর্মীরা । ঘটনাস্থলে পৌঁছে যান এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা। তাঁদের চেষ্টায় রঙ্গলালকে হস্তিশালার এক কোন বেঁধেও রাখা হয়েছে। এই প্রসঙ্গে ,জলদাপাড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী সংরক্ষক নভজিৎ দে বলেন , পরিস্থিতির ওপর করা নজর রাখা হয়েছে । বনকর্মীরা বলেন ,চিলাপাতা বিটের দেওডাঙ্গার টাওয়ার হস্তিশালায় কর্মরত ওই রঙ্গলাল। হঠাৎ করে কেন এইরকম পাগলাটে আচরণ তার ,খতিয়ে দেখা হচ্ছে ।