
আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডারের গুঁতোয় উল্টে গেল জিপসি গাড়ি। আহত আট পর্যটক।
সংকল্প দে,আলিপুরদুয়ার ২৭ ফেব্রুয়ারিঃ কথায় বলে, য পলায়তি, স জীবতি। আর পলায়ন না করতে পারলে অবশ্যই বিপদ।আপ্তবাক্য, বা বলা যাক শাস্ত্র বাক্য, না মানলে কি হয় তা হাড়ে হাড়ে টের পেলেন একদল পর্যটক। জলদাপাড়া অভয়ারণ্যে মহানন্দে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকদের একটি দল। দু’পাশে জঙ্গল, মাঝখান দিয়ে চলাচলের রাস্তা। সেই রাস্তা ধরে এগোচ্ছিল একটি সাফারি গাড়ি। ওই গাড়িতেই ছিলেন পর্যটকরা। হঠাৎই বিপদ।