পুরী

ব্যুরো নিউজ, ২৬ জানুয়ারি: পুরীর সমুদ্রে সুদর্শনের বালির ভাস্কর্য উপহার

আজ দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। আজকের এই বিশেষ দিন উৎযাপনে বাদ যায়নি দেশের কোন কোনা। এই দিবসে একটি বিশেষ চমক দিয়ে বঙ্গবাসীকে আপ্লুত করেছে সুদর্শন পট্টনায়েক। তিনি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে বালির ভাস্কর্য তৈরি করেছেন।

ভারত সফরে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি এমানুয়েল ম্যাক্রোঁ

দেশবাসীকে উৎসর্গ করা, বালির সঙ্গেই ফল ও ফুল দিয়ে তৈরি ওই ভাস্কর্যের ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, সেখানে লেখা হয়েছে, আমার দেশ মহান। একইসঙ্গে জানানো হয়েছে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। কয়েক ঘন্টা আগেই এই ভাস্কর্যের ছবি নিজে শেয়ার করেছেন ওই শিল্পী। তারপর থেকেই একপ্রকার সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। দিল্লির কর্তব্যপথে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকওয়াজ। উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ আরও অনেকেই। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর