ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর: পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি | আহত দুই

অতি বৃষ্টির ফলে চারু মার্কেট থানা এলাকার দেশপ্রাণ শাসমল রোডে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বাড়ি ভেঙে আহত হন ওই বাড়ির দুই বাসিন্দা। তাঁদের নাম চন্দন মণ্ডল ও অশ্বিনী রায়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিধানসভার বাইরে বিস্ফোরক বিরোধী দলনেতা
দীর্ঘদিনের পুরনো ওই বাড়িতে একাধিক ভাড়াটিয়া রয়েছে। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। বিপদজনক এরপর পুরসভার কর্মীরা এসে ওই বাড়ির বিপদজনক অংশ ভেঙ্গে ফেলে। দীর্ঘদিনের পুরনো ওই বাড়িতে পুরসভার তরফ থেকে কোনও বিপদজনক নোটিশ ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখছে চারু মার্কেট থানার পুলিশ। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								


















