পুজোর মুখে
ব্যুরো নিউজ, ২ অক্টোবর: পুজোর মুখে বন্ধ ডুয়ার্সের ইকোপার্ক
দুর্গাপুজোর আগে বন্ধ ডুয়ার্সের বিখ্যাত চামুর্চি ইকোপার্ক। পর্যটকের অভাবে সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এবছর পুজোর মরশুমে মুনাফার মুখ দেখতে দেখতে পারবেনা বলেই মনে করছেন ডুয়ার্সের স্থানীয় ব্যবসায়ীরা। 
বর্ধমান স্টেশনে ধৃত পাখি পাচারকারী

দুর্গাপুজোর মুখে বন্ধ হয়ে আছে ডুয়ার্সের অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভুটান পাহাড়ের কোলে চামুর্চি ইকোপার্ক। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চামুর্চিতে অবস্থিত এই ইকোপার্কের একদিকে বইছে সুকৃতি নদী, অন্যদিকে রেতি নদী। ঠিক তার মাঝেই এই ইকোপার্কটি। সারা বছরই পর্যটকদের অন্যতম আকর্ষণ ডুয়ার্স। আর পুজো ভ্যাকেশনে বাঙ্গালী নর্থ বেঙ্গল যাবেনা তা কি হয়?
 
এই ইকোপার্কটি দেখভাল করার বরাতপ্রাপ্ত সংস্থার চুক্তি শেষ হয়ে গিয়েছে। নতুন করে এখনও কাউকে রক্ষণাবেক্ষণের টেন্ডার দেওয়া হয়নি। এছাড়াও ইকোপার্কে পৌঁছনোর রাস্তার অবস্থা বেহাল। তবে ডুয়ার্সের চামুর্চি ইকোপার্ক বন্ধ হওয়ায় অনেক প্রকৃতি প্রেমীরাই মুখ ফেরাচ্ছেন ডুয়ার্সের থেকে। এই কারণে এই পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে স্থানীয় সকলেরই টান পড়েছে রুটি রুজিতে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর