ব্যুরো নিউজ: পাহাড়ে ২৪ ঘন্টার বনধ। শনিবার পাহাড়ে চলে ২৪ ঘন্টার বনধ। শিলিগুড়ির মাটিগাড়াতে নাবালিকা মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ২৪ ঘন্টা ব বনধ-এর ডাক দেয় গোর্খা সেবা সেনা ও বিভিন্ন পাহাড়ের সংগঠন।
জানাযায়, সকাল ৬টা থেকে বনধ শুরু হয়। সকালের দিকে ট্রয়ট্রেন চললেও দুপুর গড়াতেই বন্ধ করা হয় ট্রয়ট্রেন পরিষেবা। যদিও সরকারি বাস চলেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত। পাহাড়ের সমস্ত দোকানপাট সরকারি অফিস ব্যাংক ইত্যাদি বন্ধ ছিল বলেই খবর। তবে এই বনধ-এর আওতা থেকে জরুরি পরিষেবা গুলোকে ছাড় দেওয়া হয়।
বিকেলে দার্জিলিং স্টেশন থেকে একটি মৌন মিছিল ও মোমবাতি মিছিল শুরু হয়। শেষ হয় দার্জিলিংয়ের চৌরাস্তায়। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরুরা অংশ নেন এই মিছিলে। হত্যাকান্ডের যথাযথ বিচারের দাবিও জানান তাঁরা।
প্রসঙ্গত, শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে মঙ্গলবার ভোর রাতে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে লেলিন কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাবালিকা হত্যার প্রতিবাদে কালিম্পং, কার্শিয়াং, মিরিক ও দার্জিলিংয়ে চলে বনধ। ইভিএম নিউজ