ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ই ফেব্রুয়ারিঃ বছর তিনেক আগে রু্পোলি পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল ঋত্বিক-পাওলিকে। এরপর আবার পরিচালক পৃথা চক্রবর্তীর আসন্ন ছবিতে একসঙ্গে দেখা যাবে টলিউডের বহু চর্চিত নায়িকা পাওলি দাম ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। প্রযোজকের ভূমিকায় এই ছবিতে কাজ করছেন প্রতীক চক্রবর্তী।
সেলফ লাভ নিয়ে তৈরি এই ছবির গল্প। বর্তমান সময়ে দাড়িয়ে কাজের চাপে কিংবা সাংসারিক দায়িত্ব সামলাবার তাড়নায় আমরা নিজেদেরকে ভালবাসতে একেবারেই ভুলে গিয়েছি। তবে তা আত্মকেন্দ্রিকতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না।
ছবির গল্প সম্বন্ধে নায়িকাকে জিজ্ঞাসা করলে পাওলি বলেন, “ একদম অন্য রকমের গল্প।তাই এই ছবির অংশ হতে পেরে সত্যি খুব ভাল লাগছে। আর আমরা ছবিতে নিজেকে ভালবাসার কথা বলব, যা খুবই জরুরি। আমরা অনেক সময় নিজেদের ভালবাসার যোগ্য বলেই মনে করি না।”ঋত্বিকের বক্তব্য, “সাধারণত নারী পুরুষের প্রেমের গল্প নিয়ে স্ক্রিপ্ট হয়।এই ছবি তাঁর চেয়ে আলাদা।এখানে নারী পুরুষ সম্পর্কের কথা নেই। খুব রিলেটেবল একটি গল্প।”
পরিচালক পৃথা সাধারণত নতুন নতুন গল্প নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। তাঁর পরিচালিত ‘মুখার্জিদার বউ’ ছবিতেও সেই ঝলক আগেই দেখতে পাওয়া গিয়েছিল। তাই এই ছবির বিষয়বস্তুও ইতিমধ্যেই আকর্ষিত করেছে দর্শকদের।তার সঙ্গে অবশ্যই বাড়তি আকর্ষণ পাওলি-ঋত্বিক জুটির অনস্ক্রিন রসায়ন