পাহাড়গঞ্জ হল্টে একসঙ্গে ঋত্বিক-পাওলি
ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ই ফেব্রুয়ারিঃ বছর তিনেক আগে রু্পোলি পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল ঋত্বিক-পাওলিকে। এরপর আবার পরিচালক পৃথা চক্রবর্তীর আসন্ন ছবিতে একসঙ্গে দেখা যাবে টলিউডের বহু চর্চিত নায়িকা পাওলি দাম ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। প্রযোজকের ভূমিকায় এই ছবিতে কাজ করছেন প্রতীক চক্রবর্তী। সেলফ লাভ নিয়ে তৈরি এই ছবির গল্প। বর্তমান সময়ে দাড়িয়ে কাজের চাপে কিংবা সাংসারিক দায়িত্ব