পাঁচ

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর: পাঁচ রাজ্যেই জোর লড়াইয়ের ইঙ্গিত! কোন রাজ্যে কার সরকার? ]

পাঁচ রাজ্যেই জোর লড়াইয়ের ইঙ্গিত! ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোটের মাধ্যমেই এবছরের মতো শেষ হল নির্বাচনের হাওয়া। শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর নির্বাচন শেষ হতেই সামনে এল বুথ ফেরৎ সমীক্ষা।

আগে থেকেই বুথ ফেরৎ সমিক্ষায় এমনটাই বলা হচ্ছিল যে, পাঁচটি রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। তেলেঙ্গানাতেও সরকার গড়বে কংগ্রেস। তবে মনে কড়া হচ্ছে, তেলেঙ্গানায় সরকার গড়তে কংগ্রেসকে যথেষ্ট বেগ পেতে হবে, এমনটাই ধারণা ওয়াকিবহল মহলের। কিন্তু সমীক্ষায় বলা হচ্ছে, তেলেঙ্গানাতে সরকার গড়বে কংগ্রেস।

তবে আরও বড় চমক মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি। অধিকাংশ সমীক্ষাতেই দেখা যাচ্ছে যে, মধ্যপ্রদেশের মানুষ বিজেপি সরকারকেই ফিরিয়ে আনার পক্ষে রায় দিয়েছে।

কাঞ্চন ও শ্রীময়ীর ফটোশুট

বাকি ৩ রাজ্যের মধ্যে রাজস্থানে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এদিকেও কিছুটা হলেও পাল্লা ভারী গেরুয়া শিবিরেরই।

ছাত্তিসগঢ়ে ৫০-৫০ সুযোগ। মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসার সুযোগ থাকলেও ছাত্তিসগঢ়ে তা অনেকটাই কম। বিশ্লেষণ করলে দেখা যাবে, বিজেপি সেই রাজ্যগুলিতে নিজেদের প্রতিষ্ঠা করতে সফল হয়েছে, যেখানে রাজ্যস্তরে বিজেপির একটা নিজস্ব মুখ রয়েছে। তবে ছাত্তিসগঢ়ের ক্ষেত্রে তা অনেকটাই দুর্বল।

এদিকে উত্তর- পূর্বের রাজ্য মিজোরামে ফের ত্রিশঙ্কু বিধানসভার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে বুথ ফেরৎ সমীক্ষার ফল আদৌ ফলবে কি না তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ ‘EXIT POLL’ কিন্তু ‘EXACT POLL’ নয়। ইভিএম নিউজ 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর