ইভএম নিউজ ব্যুরো, ২৯ মেঃ ( Latest News)
শ্রীরামপুর শহরে পশু পাখির হাট এর পর এবার বৈদ্যবাটিতেও পশু পাখির হাট খোলা হল। জিটিরোডের পাশে চৌমাথা সংলগ্ন এলাকায় বৈদ্যবাটির রিলায়েন্স ক্লাবের মাঠে প্রতি শনিবার বসবে এই হাট। এই হাটের তত্বাবধানে রয়েছে বৈদ্যবাটি পুরসভা।
রবিবার পায়রা উড়িয়ে এই হাটের শুভ সূচনা হল। গৃহপালিত পশু, পাখির প্রতি মানুষের আগ্রহ বরাবরই। সেই সাথে সখ পূরনের পাশাপাশি কিছু যুবক যূবতির কর্মসংস্থান এর সুযোগ এই হাট থেকে হবে বলে আশা উদ্যোক্তাদের। রঙবেরঙ এর পাখি কুকুর থেকে মাছ সবই বিক্রি হবে এই হাটে। দাম ও রাখা হবে সাধ্যের মধ্যেই। ইতিমধ্যেই শ্রীরামপুর শহরে একই ধরনের একটি হাট বেশ জনপ্রিয় হয়েছে। প্রতি রবিবার সকালে বসে সেই হাট। বৈদ্যবাটি তে তাই শনিবার করে এই হাটের আয়োজন করা হয়েছে।( EVM News)