পর্যটকদের

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: পর্যটকদের জন্য সুখবর! খুলছে লাচুং

আপনি যদি বরফ, তুষারপাত দেখতে চান, তবে ডিসেম্বর ভ্রমণের জন্য আদর্শ সময়। আর এই সময়েই পর্যটকদের জন্য সুখবর! ১ ডিসেম্বর থেকে খুলছে উত্তর সিকিমের লাচুং।
অদিতি মুন্সীর স্বামী বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে CBI
বরফে ঢাকা উত্তর সিকিমের লাচুং-ইয়ুমথাং-লাচেন-গুরুদংমার- এই ট্রিপটা সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু লাচেন ও গুরুদংমার বেড়াতে যাওয়ার জন্য এখনও সুরক্ষিত নয়। কিন্তু বরফ ও তুষারপাতের মজা আপনি লাচুংয়েও পাবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই পাহাড়ি গ্রাম ঢাকা থাকে বরফে।

সিকিমের লাচুং গেলেই পাবেন বরফ। ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে লাচুং। লাচেনের সঙ্গে মঙ্গনের যোগাযোগের জন্য তৈরি হয়ে গেছে বেইলি ব্রিজ। এখন লাগেজ গুছিয়ে বেড়িয়ে পড়ুন, আর ডেসটিনেশন? এরপরেও কি বলে দিতে  হবে? তবে এখনই দু’দিনের বেশি রাত্রিবাসের অনুমতি কিন্তু মিলবে না।

সাধারণত গ্যাংটক থেকে মঙ্গন, সিংঘিক, চুংথাং হয়ে পৌঁছাতে হয় লাচুংয়ে। এবারে লাচুং যেতে হবে সাঙ্গালান-টং-চুংথাংয়ের পথ দিয়ে। লাচুং নদীর পাশে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। এখন দু’দিনের বেশি রাত্রিবাসের অনুমতি মিলছে না। তাই দু’দিনের মধ্যে ঘুরে নিতে পারেন লাচুং মনাস্ট্রি। পাশাপাশি যেতে পারেন সিঙ্ঘিক, মাউন্ট কাতাও, ভীম নালা জলপ্রপাত, জিরো পয়েন্ট, সিংবা রডোডেনড্রন অভয়ারণ্য, মঙ্গন ইত্যাদি জায়গা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর