ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: পরপর টেট ও বড়দিন | পরিস্থিতি সামাল দিতে পরিবহণ কর্মীদের ছুটি বাতিল
আগামী রবিবার অর্থাৎ ২৪ শে ডিসেম্বর রাজ্যে আয়োজিত করা হয়েছে প্রাথমিকের টেট পরীক্ষার। প্রায় ৩ লাখ পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসতে চলেছেন। রবিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এই পরীক্ষা চলবে। ঠিক তার পর দিনই সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিন। এই দু’য়ের সঙ্গে ব্রিগেড ময়দানে আয়োজিত হতে চলেছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির। শীতের মরসুমে এই বিশেষ দিনে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে পরিবহণ দফতরের একাংশ আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করে দিল পরিবহণ দফতর। সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সরকারি ডিপোগুলির থেকে বাস ছাড়বে। স্বভাবতই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সকাল থেকেই রাস্তায় নামবেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। একই ভাবে সকাল থেকেই রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় বাস নামানোর জন্য বেসরকারি পরিবহণ মালিকদের কাছে আবেদন করা হয়েছে।
পরিবহণ দফতরের তরফে ওই দুই দিন কলকাতা মেট্রোকেও অতিরিক্ত মেট্রো পরিষেবা দিতে আবেদন করা হয়েছিল। দফতরের আবেদন মেনে ওই দুই দিন অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। বিশেষ করে রবি ও সোমবার যাতে সাধারণ মানুষের পরিবহণ পরিষেবা পেতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে বিশেষ ভাবে উদ্যোগী হতে বলা হয়েছে পরিবহণ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।
গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক মমতার
রবিবার ছুটির দিন। কিন্তু প্রায় ৩ লাখ টেট পরীক্ষার্থী যাতে কোনও ভাবেই পরিবহণ পরিষেবার কারণে বিপদে না পড়েন, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। তাই দফতরের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করে পরিবহণ পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে। রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় সরকারি-বেসরকারি বাস, ফেরি, অটো, ট্যাক্সি চালাতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে পরিবহণ দফতর। ইভিএম নিউজ