খাঁচাবন্দি লেপার্ড

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: ফের খাঁচাবন্দি লেপার্ড

 

‘ফাস্ট্যাগ’ ব্যবস্থায় টোল ট্যাক্সের সুবিধা

পরপর দুটি লেপার্ডকে খাঁচাবন্দি করা হয়েছে। ফলে অনেকটাই শান্তি পেয়েছে এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানে বনদপ্তরের খাঁচায় খাঁচাবন্দি হোল একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। গত শনিবার রাতে একটিকে খাঁচাবন্দি করা হয় ও সোমবার সকালে আরেকটি লেপার্ডকে  খাঁচাবন্দি করা হয়।

 

সোমবার সকালে খাঁচাবন্দি একটি লেপার্ডকে শ্রমিকরা লক্ষ‍্য করেন। এরপর খবর দেওয়া হয় বনদফতরে । খবর পাওয়ার পরে ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা পৌঁছান। খাঁচাবন্দি লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। পরপর দুটি লেপার্ড ধরা পড়ায় আপাতত অনেকটাই স্বস্তিতে তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর