বার্তা

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: পথ নাটিকায় সতর্কবার্তা

বড়গোচি এলাকায় পথ নাটিকার মধ্যে দিয়ে সচেতনতার উদ্যোগ নিলেন কুশমন্ডি ব্লকের কৃষি আধিকারিক ও বিধায়িকা কুশমন্ডি ব্লক প্রশাসন।

‘গীতা অশ্লীল, জঘন্য পবিত্র বইগুলির মধ্যে একটি’ মত দার্শনিকের

বোড়গছি এলাকায় পথ নাটিকা মধ্য দিয়ে ধানের খড়ের অবশিষ্ট অর্থাৎ নাড়া আগুনে না পুড়ানোর বার্তা দিলেন সাধারণ মানুষকে। উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক কৃষি অধিকর্তা বিক্রম দীপ ধর ও কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি তপন পাল কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস। করঞ্জি অঞ্চল প্রধান ফরিকুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত প্রধান শম্ভু রায় সহ অনেকেই।

ধানের খড় অর্থাৎ নাড় আগুনে পুড়ানো আইনত দন্ডনিয় অপরাধ বলে জানান কুশমন্ডি ব্লক কৃষি অধিকর্তা বিক্রম দীপ ধর। এই প্রসঙ্গে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় বলেন, যাতে সাধারণ মানুষ নাড়া আগুনে না পুড়ায় সাধারন মানুষকে সচেতন করার জন্য এই পথ নাটিকা অনুষ্টিত হল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর