নিউজ ব্যুর, ২৪ এপ্রিলঃ (Latest News)পথ কুকুরদের জন্য ফের একবার নয়া উদ্যোগ  শিলিগুড়ির দাগাপুরে পথ কুকুরদের জন্য এবার চালু হল প্যাথলজি ল্যাব।

শহরে হু হু করে বাড়ছে পথ কুকুরদের সংখ্যা। ফলে পথ দূর্ঘটনায় পথ কুকুরদের কখনও প্রান চলে যাচ্ছে, আবার কখনও আহত হচ্ছে, কেউ কেউ পা ভেঙ্গে হাঁটছে খুঁড়িয়ে, আবার কখনও কোমর ভেঙ্গে পরে থাকছে এক জায়গাতেই। কিন্তু তাদের দেখভাল করার মতন কেউ নেই।  যথাযথ চিকিৎসাও পায়না তারা। আর সেই কথা না বলতে পারা প্রাণীগুলোর পাশে সর্বদা থাকে অ্যানিম্যাল হেল্পলাইন

বছর খানেক আগে শিলিগুড়ির সমাজসেবী সুব্রত সাহা এবং পশু প্রেমি প্রিয়া রুদ্রর তত্ত্বাবধানে খোলা হয়েছিল একটি শেল্টার হোম। এবং সেখানে এই সব পথকুকুরদের অস্ত্রোপচারের জন্য একটি ওটিও তৈরী করা হয়েছিল। এত দিন  ওই শেল্টার হোমে শুধু কুকুরদের রাখা এবং তাদের অপারেশনই হত। এবার থেকে ওই শেল্টার হোমে চালু করা হল একটি প্যাথলজি ল্যাব। যেখানে এক্স-রে থেকে শুরু করে রক্ত পরীক্ষা সবটাই করা হবে কুকুরদের।

পশুপ্রেমী তথা অ্যানিম্যাল হেল্পলাইন শেল্টারের উদ্যোক্তা প্রিয়া রুদ্র জানান যে, আপাতত দিনে প্রায় ২০ থেকে ৩০টি কুকুরের পরীক্ষা করানো সম্ভব হবে। পরবর্তীতে তা আরও বাড়বে। সম্প্রতি এই প্যাথলজি ল্যাবেরই উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ২নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী, পশুপ্রেমী সুব্রত সাহা, গঙ্গাধর নাকিপুরিয়া, গোপাল কাইন সহ আরও অনেকে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর