ইভিএম নিউজ ব্যুরো, ৮ এপ্রিলঃ বিনপুর ১ নম্বর ব্লকের বেলাটিকরি অঞ্চলের ঘাগড়া থেকে খাকড়িখাল পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল কিছুদিন আগে। রাজ্য সরকারের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের (Pathasree Rastasree Scheme) অধীনে এই কাজ শুরু হয়। কিন্তু আচমকাই সেই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করে গ্রামবাসীরা। যার ফলে বিনপুর এক ব্লকের জামদা এলাকায় গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পথ অবরোধ এর ফলে বেলাটিকরি থেকে বিনপুর যাওয়ার রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গ্রামবাসীদের দাবি, রাস্তার কাজ শুরু হওয়ার পর কি কারণে সেই কাজ বন্ধ করে দেওয়া হলো তা জানাতে হবে । অবিলম্বে বন্ধ করে দেওয়া কাজ দ্রুত শুরু করতে হবে। না হলে তাদের অবরোধ আন্দোলন জারি থাকবে। এদিনের পথ অবরোধ ও বিক্ষোভের ফলে বিনপুর ১ নম্বর ব্লকের নেড়া জামদা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। (EVM News)



















