রহস্য

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: পড়ুয়ার রহস্য মৃত্যু

প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল পড়ুয়া। এরপর থেকেই নিখোঁজ। পরে রেল লাইনের পাশ থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় ওই পড়ুয়ার।

ইউসিসি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা

জানা যায়, মৃত পড়ুয়ার নাম বিতান ঘোষ। বয়স ১৭-এর একাদশ শ্রেণীর পড়ুয়া। দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ গ্রুপ সেন্টারের বাসিন্দা।  বৃহস্পতিবার দুপুরে সিটি সেন্টারের এক কোচিং সেন্টারে পড়তে যায় বিতান। শরীর অসুস্থ বলে বিকেলে ক্লাস থেকে বেরিয়ে আসে সে। সন্ধ্যা পেরিয়ে গেলেও ছেলে বাড়ি না আসায় খোঁজাখুঁজি শুরু করে বিতানের পরিবার। রাত গড়িয়ে গেলেও বিতান বাড়ি না ফেরায় দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হয় বিতানের মা ও পরিবারের সদস্যরা।

এরপর শুক্রবার সকালে কোচিং সেন্টারের ড্রেস পড়া অবস্থায় বিতানের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয় দুর্গাপুরের গ্যামন ব্রিজের রেল লাইনের পাশ থেকে। দুর্গাপুর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কোচিং সেন্টার থেকে বেরিয়ে নিখোঁজের কারণ নিয়েও ধন্দে পুলিশ। আত্মহত্যা না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য পুরো বিষয়টি খতিয়ে দেখেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর