ইভিএম নিউজ ব্যুরো,১৯ মেঃ শিলদা বাঁকুড়া ৯ নং রাজ্য সড়কের ওড়গোন্দা মোড়ে সকাল ১০টা থেকে চলল পথ অবরোধ। পানীয় জলের সংঙ্কট ও রাস্তার বেহাল দশার কারণে বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা গ্ৰামপঞ্চায়েতের মেছুয়া গ্ৰামের বাসিন্দারা দীর্ঘ দিন ধরে সমস্যায় রয়েছেন। তাই শুক্রবার পথ অবরোধ করলেন গ্রামের মানুষ। তাদের দাবি, যতক্ষণ না লিখিত ভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে। বছরের পর বছর পেরিয়ে যায়, কিন্তু পানীয় জল সংকট মেটেনা বেলপাহাড়ির শিলদা,ওড়গদা,ভেলাইডিহা সহ বেশ কয়েকটি গ্রামে। আজও পানীয় জল নিয়ে ভুগছেন বহু মানুষ।৩২০০০ চাকরি বাতিল

ভোট আসে ভোট যায়, তবুও পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে। এই বিষয়ে প্রশাসন বা মন্ত্রী, বিধায়কদের জানালে মেলে শুধুই প্রতিশ্রুতি। হয় না কোনও সমাধান। বার বার বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। ক্ষুব্ধ, বিরক্ত গ্রামবাসীরা অবশেষে এদিন পথে নামলেন। (EVM News) বিপজ্জনক বাড়ি ধসে গিয়ে বিপত্তি

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর